পিবিএ ডেস্ক: ভারী বৃষ্টিপাতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৮ লাখ মানুষ। সব মিলিয়ে ওই এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
মৃতদের মধ্যে ছয়জনই আসামের। এছাড়া অরুণাচল প্রদেশ এবং মিজোরামে ৪ জন মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, টানা বৃষ্টিতে নর্থ বেঙ্গল এবং সিকিমের বেশ কয়েকটি জায়গায় ভূমিধস হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না অঞ্চলটির জনগণ।নর্থ বেঙ্গল এবং সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কিছু কিছু জায়গায় বন্ধ আছে রেলযোগাযোগও। আকস্মিক এই বন্যায় অনেক পর্যটক আটকা পড়েছেন।কর্তৃপক্ষ জানিয়েছে, শিলিগুড়ি থেকে সিকিমের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ১৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এ কারণে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
পিবিএ/বাখ