পিবিএ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শোহরাব হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) রাতে রামগঞ্জ উপজেলার নোয়াপাড়া বাজারের একটি দোকান থেকে ধর্ষনের অভিযুক্ত শোহরাব হোসেনকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত শোহরাব হোসেন নোয়াপাড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের পুরান বাড়ীতে মাছ ধরা দেখতে যাওয়ার সময় বাড়ীর পূর্ব পাশের ঘাটলায় মেয়েটিকে ধর্ষণ করে।
এ ব্যপারে স্কুল ছাত্রীর মা শুক্রবার রাত ১০টায় রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা সূত্রে ও স্কুল ছাত্রীর মা জানান, বৃহস্পতিবার (১১জুলাই) বিকাল সাড়ে ৫টায় বৃষ্টির সময় নোয়াপাড়া পুরান বাড়ীর লোকজন বাড়ীর পাশ্ববর্তি নালায় মাছ ধরতে চলে যায়। কিছুক্ষণ পর নোয়াপাড়া পুরান বাড়ীর ছাত্রী মাছ ধরা দেখতে যাওয়ার সময় বাড়ীর পূর্ব পাশের ঘাটলায় পথরোধ করে একই বাড়ীর চাচাতো ভাই সর্ম্পকৃত ধর্ষক শোহরাব হোসেন ।স্কুল ছাত্রীর মুখ চেপে ধরে তাকে ধর্ষন করে। এসময় মেয়েটি কান্নাকাটি করলে শোহরাব হোসেন তার হাতের মুঠোয় ৫০টাকা দিয়ে কাউকে না বলতে নিষেধ করে।
সন্ধ্যার কিছুক্ষণ আগে স্কুল ছাত্রীর মা ঘরে ফিরে আসলে স্কুল ছাত্রী তার মাকে ঘটনাটি খুলে বলে। ঘটনাটি এলাকার কয়েকজন গণ্যমান্য লোককে বিষয়টি জানালে তারা ঘটনাটি প্রকাশ না করে স্থানীয়ভাবে মিমাংসা করতে চাপ প্রয়োগ করে। শুক্রবার বিকেলে মেয়ের বাবা রামগঞ্জ থানা পুলিশে ঘটনাটি জানালে রামগঞ্জ থানা পুলিশের এস আই কাউসারুজ্জামান সন্ধ্যা ৭টায় স্থানীয় লোকজনের সহযোগীতায় ধর্ষক শোহরাব হোসেনকে নোয়াপাড়া বাজারের একটি দোকান থেকে আটক করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, আমরা অভিযোগের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক শোহরাব হোসেন গ্রেফতার করেছি। এ ব্যপারে রাত ১০টায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পিবিএ/ফরহাদ হোসেন/বাখ