ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত

পিবিএ ডেস্ক: গত কয়েক দিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের পৌর এলাকার রামপাশায় ভাঙন দেখা দিয়েছে। এতে প্রবল স্রোতে বানের পানি লোকালয়ে প্রবেশ করায় কমলগঞ্জ পৌর এলাকার রামপাশাসহ আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে গ্রামের রাস্তাঘাট, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত হওয়ায় ভেসে গেছে পুকুর ও ফিসারীর কয়েক লাখ মাছ এবং পানিবন্দি হয়ে পড়েছেন ১০০টি পরিবারের প্রায় কয়েক হাজার মানুষ। আজ শনিবার( ১৩ জুলাই) সরেজমিন গিয়ে দেখা যায় রামপাশা ধলই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে গেছে এবং আশঙ্কায় রয়েছে আরো কয়েকটি প্রতিরক্ষা বাঁধ। এই বাঁধ ভেঙ্গে গেলে আরো কয়েকটি গ্রাম প্লাবিত হবে, পানি বন্দী হয়ে হতে পারে হাজারো পরিবার।

পিবিএ / মোঃ আহাদ মিয়া /বাখ

আরও পড়ুন...