জনপ্রিয় অভিনেতা জিতু আহসান। নব্বই দশকের শেষদিকে ছোট পর্দায় তার আগমন। বেশ কিছু বিজ্ঞাপন ও নাটক দিয়ে তিনি জয় করে নিয়েছেন দর্শকের মন। বর্তমানে খুব একটা নিয়মিত নন তিনি। মাঝেমধ্যে দেখা মেলে কিছু ব্যতিক্রমী চরিত্রে।
এই অভিনেতার জীবনে নেমে এলো শোকের দিন। আজ ১৩ জুলাই মমতাময়ী মাকে হারিয়েছেন তিনি। জিতু আহসানের মা এবং প্রয়াত অভিনেতা সৈয়দ আহসান আলী সিডনির স্ত্রী সুরাইয়া আহসান আজ ভোর ৪টায় নিউইয়র্কের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহাইহি রাজিউন।
অভিনয় শিল্পী সংঘ এক শোক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, কর্মজীবনে প্রথমে ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগে এবং পরবর্তীতে সানবীমস্ স্কুলে আমৃত্যু শিক্ষকতা করেছেন জিতু আহসান। পুত্র, পুত্রবধু এবং আত্মীয়স্বজন ছাড়াও অসংখ্য ছাত্র-ছাত্রী এবং শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে অভিনয় শিল্পী সংঘ গভীর শোক প্রকাশ করছে।
পিবিএ/বিএইচ