সুনামগঞ্জে বজ্রপাত কেড়ে নিল পিতা-পুত্রের প্রাণ

পিবিএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের মেঘালয়ের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কেড়ে নিল পিতা-পুত্রের প্রাণ। নিহতরা হলেন উপজলোর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানকিখলিা গ্রামের হারিদুল মিয়া (৪৭) ও তার ছেলে তারা মিয়া (১২)।

তাহিরপুর পুর থানার এস আই আরিফ রব্বানী জানান, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে হারিদুল মিয়া ও তার ছেলে মাছ ধরার জন্য ছোট নৌকা নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে তারা অজ্ঞান হয়ে পরে। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকারা তাদের মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে পিতা পুত্রের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পিবিএ/জেএইচ/বিএইচ

আরও পড়ুন...