ঐতিহ্যবাহী গোয়ালদী গায়েবী মসজিদ দেখেছেন?

পিবিএ ডেস্ক : প্রাচীন পানাম নগরীর অদূরেই গোয়ালদী সুলতানি আমলের মসজিদটি অবস্থিত। পানাম নগরী থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে এগোলেই গোয়ালদীর অসাধারণ প্রাচীন শৈল্পিক মসজিদটির অবস্থান। কিন্তু দুঃখের বিষয় এই যে, এই মসজিদটির খবর অনেকেরই অজানা। তাই শুধু পানাম নগরী ঘুরেই ফিরে আসেন অনেক দর্শনার্থী। অথচ এই মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব ব্যাপক।

 

সোনারগাঁওয়ে অবস্থিত গোয়ালদীর গায়েবী মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। সুলতান আলাউদ্দীন হোসেন শাহের আমলে মোল্লা হিজাবর খান ১৫১৯ খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। মসজিদটি রাজধানী ঢাকার নিকটবর্তী নারায়নগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত। মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট। পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে। মুসলিম ঐতিহ্যের অন্যতম নিদর্শন গোয়ালদী শাহী মসজিদ।

 

 

প্রত্নতত্ত্ববিদদের ধারণা, আলাউদ্দিন হুসাইন শাহ বাংলার মসনদে আরোহণের পর ১৪৯৩-১৫১৯ খ্রিস্টাব্দের কোনো এক সময়ে আলাউদ্দিন শাহের একান্ত অনুগত মোল্লা হিজবর আকবর খাঁ এ মসজিদটি নির্মাণ করেন। এক সময় ঘন জঙ্গলে আবৃত ছিল এ মসজিদটি। পরে স্থানীয় বাসিন্দারা মসজিদটি আবিষ্কার করলে একে স্থানীয়ভাবে গায়েবি মসজিদ নামে আখ্যায়িত করা হয়। এক গম্বুজবিশিষ্ট বর্গাকৃতির এ মসজিদটির প্রতিটি দেয়াল প্রায় ৩ মিটার চওড়া এবং এর চার কোনায় চারটি খিলান রয়েছে।

দ্বিকেন্দ্রিক রীতিতে মসজিদটির নির্মাণশৈলীতে তৎকালীন সুলতানি আমলের প্রভাব লক্ষ্য করা যায়। কষ্টিপাথরে খোদাই করে তৈরি করা হয়েছে এর মেহরাব। মেহরাবের গায়ে ফুল, লতাপাতার বিভিন্ন নকশা আঁকা এবং আরবি লিপির অলঙ্করণও রয়েছে। মসজিদটিতে একসঙ্গে ১৫-২০ জন মুসলি্ল নামাজ আদায় করতে পারেন। এক সময় পশ্চিমপাশে একটি পুরনো পুকুর ছিল। বর্তমানে সেটি বালু দিয়ে ভরাট করা হয়েছে। ঐতিহ্য বিলীন করে এখানে অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। সেগুলোর মাঝখানে দৃষ্টিনন্দন মসজিদটি শোভা পাচ্ছে। এ মসজিদে নামাজের স্থানের আয়তন ৪.৯০ মিটার। ভারতের গৌড়, পাণ্ডুয়া ও বাংলাদেশের অন্যান্য স্থানের ইমারতের ন্যায় এ মসজিদের ভেতর ও বাইরের দেয়ালের পাথর এবং ইটের ওপর মুসলিম ঐতিহ্যগত আরবীয় অলঙ্করণ পরিলক্ষিত হয়।

সোনারগাঁয়ের গোয়ালদী শাহী মসজিদটি বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রতিদিন দেশি-বিদেশি বহু পর্যটক মসজিদটি পরিদর্শনে আসেন। গোয়ালদী শাহী মসজিদটি তৎকালীন সুলতানি আমল তথা সে সময়ের গৌরবোজ্জ্বল মুসলিম ঐতিহ্যের অন্যতম সাক্ষী হয়ে আছে।

পঞ্চদশ শতকের মসলিনখ্যাত বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁ। সোনারগাঁয়ের অসংখ্য পুরাকীর্তির মধ্যে গোয়ালদীর শৈল্পিক মসজিদটি অন্যতম। ইতিহাসের ধারাবাহিকতায় সেন ও পালবংশের শাসনের সমাপ্তি ঘটলে মুসলিম সুলতানরা রাজ্য শাসন করেছেন। যখনই মুসলিম শাসকরা কোন প্রদেশ বা অঞ্চল জয় করেছেন, তখন সেখানে শৈল্পিক মসজিদ নির্মাণ করেছেন। বাংলাদেশে সুলতানি আমলের বেশকিছু শাহী মসজিদ এখনও কালের সাক্ষী হয়ে এখানে-সেখানে দাঁড়িয়ে আছে। এসব শৈল্পিক মসজিদের মধ্যে গোয়ালদী মসজিদ অন্যতম।

পিবিএ/জিজি

 

আরও পড়ুন...