যদিও বড়নখা নালা-বিলে জন্মে তবুও সে তার সৌন্দর্য্য দিয়ে জয় করে সবার হৃদয়। জলাশয়ে দেখা মিলছে হাজারো বড়নখা ফুলের। যেন শুভ্র আলোয় জ্বলছে অযুত-নিযুত তারা। ফুলের আকর্ষণে এক দুরন্ত কিশোর ফুল উঠাচ্ছে খেলার উদ্দেশ্যে। ছবিটি জামালপুর জেলার মেলান্দহের বাগবাড়ী বিল থেকে তোলা। শনিবার, ১৩ জুলাই। ছবি: পিবিএ/সাকিবুল ফারাবি