জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‌‘‘বিসিএস অফিসার্স ফোরাম’’ গঠন

পিবিএ,জাবি: শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে যারা বিসিএস-এ উত্তীর্ণ হয়ে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন তাদের নিয়ে একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলনমেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বেগবান করা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি করার অভিপ্রায়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ‘‘বিসিএস অফিসার্স ফোরাম’’ গঠন করেছি।

এতে সভাপতি নির্বাচিত করা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে পুলিশ সুপার (এডিসি, গুলশান) মোঃ আঃ আহাদকে। সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিঃ সচিব) ড. কৃষ্ণা গায়েন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তাহিয়াত হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ঢাকা কালেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ ও বাংলাদেশ পুলিশের ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন স্বপনকে।

যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব ফাতেমা তুল জান্নাত, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি প্রেসসচিব এম এম ইমরুল কায়েস (রানা) ও মাননীয় খাদ্যমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মোঃ সহিদুজ্জামানকে। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল হক মামুনকে। প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ পুলিশের এএসপি(পল্লাবী জোন, ডিএমপি) এম এম শামীমকে। সদস্য নির্বাচিত করা হয়েছে সরকারি সংগীত কলেজ, আগারগাঁও-এর উপাধ্যক্ষ ইন্দুপ্রভা দাস ও বিসিএস (সাধারণ, শিক্ষা) ড. মুহম্মদ মনিরুল হককে।

উক্ত কমিটি আগামী সম্মেলনে বাকী অন্যান্য সদস্য নির্বাচিত করে পূর্ণাঙ্গ ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি উপস্থাপন করবে বলে সর্বসম্মতি ক্রমে সভায় সিদ্ধান্ত হয়।

পিবিএ/জাবি/বিএইচ

আরও পড়ুন...