রফিুকুল ইসলাম,পিবিএ,ভাঙ্গা(ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গায় শনিবার সকালে কাউলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের পাট ক্ষেত থেকে সূর্য মাতুব্বরের ছেলে সিরাজুল মাতুব্বরের (২৮) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহতের বড় ভাই আলী মিয়া মাতুব্বর পিবিএ’কে জানান, সিরাজুল শুক্রবার দিবাগত রাত ১১ টায় রাতের খাবার খেয়ে নিজ বাড়ীর পাশে অবস্থিত গরুর খামারে কাজ করতে যায়। সকালে সে বাড়ী ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশের পাট ক্ষেতে তাঁর লাশ দেখতে পায় পরিবার ও স্থানীয়রা। লাশের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। পরিবারে ছয় ভাই-বোনের মধ্যে সেজ ভাইকে অকালে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান পিবিএ’কে জানান, এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/এমএসএম