নওগাঁয় ৪৪ টি পাখিসহ শিকারী আটক

পিবিএ,নওগাঁ: নওগাঁয় ৪৪ টি দেশীয় পাখিসহ পেশাদার পাখি ব্যবসায়ী বেলালকে ( ৪৪ ) নামে একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার ( ১৩ জুলাই ) বিকেলে নওগাঁ সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়। পাখি ব্যবসায়ী বেলাল উদ্দিন খলিফা নওগাঁ শহরের খাস নওগাঁ মহল্লার মিয়ার আলী খলিফার ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী পিবিএ’কে জানান, শনিবার দুপুরে বিবিসিএফ টিম এবং রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বনপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিট যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে তাকে উপজেলা পরিষদে এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে আর পাখি শিকার বা ব্যবসায় জড়িত হবে মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত, এসময় একটি ভুবন চিলের বাচ্চা উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর নিকট হস্তান্তর করা হয়।

পিবিএ/সুমন আলী/বিএইচ

আরও পড়ুন...