কুড়িগ্রামে বন্যায় দু’লাখ মানুষ পানিবন্দি

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপূত্র, তিস্তা ও দুধকুমোর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এ চারটি নদীর অববাহিকার চর-দ্বীপচর প্লাবিত হওয়ায় দু’ লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।

বন্যার পাশাপাশি নদী ভাঙ্গনে গৃহহীন হয়েছে ৭২৫টি পরিবার। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কাঁচা-পাকা রাস্তা, ব্রীজ ও কালভাটের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা পরিস্তিতি মোকাবেলায় সকল বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে ছুটি। খোলা হয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম।

কুড়িগ্রাম জেলা বন্যা কন্ট্রোল রুম সুত্রে জানাযায়, জেলার ৯ উপজেলার ২৮হাজার ১৮২টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে নিঃশ্ব হয়েছে ৭২৫টি পরিবার।বন্যা মোকাবেলায় আমাদের পূর্ব প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে বন্যা কবলিত উপজেলাগুলোয় ৫০ মে.টন চাল, নগদ ২লাখ ৭৫হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

যা বিতরণ শুরু হয়েছে। এছাড়াও সাড়ে চারশত টন চাল ও ৫ লক্ষ ৭৫হাজার টাকা মজুদ রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরী ভিত্তিতে আরো এক হাজার মে.টন জি আর চাল, ২০লক্ষ টাকা এবং ১০ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ চাওয়া হয়েছে।

পিবিএ/এমআই/বিএইচ

আরও পড়ুন...