পাকস্থলীতে রক্তক্ষরণে হাসপাতালে ম্যারাডোনা

পিবিএ ডেস্ক : ফের অসুস্থ আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। তাকে দেশটির রাজধানী বুয়েনস আইরেসের শহরতলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার তিনি রুটিন মাফিক চেক-আপের জন্য গিয়েছিলেন। তার শারীরিক পরীক্ষার সময় চিকিত্সকরা দেখেন, ম্যারাডোনার পাকস্থলীতে রক্তক্ষরণ হচ্ছে। বিন্দুমাত্র ঝুঁকি না নিয়ে সেই হাসপাতালেই ছিয়াশির বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে ভর্তি করা হয়। যা জানা যাচ্ছে, দেশের রাজধানী শহরের কাছাকাছি অলিভসের একটি ক্লিনিকে ম্যারাডোনার এন্ডোস্কোপি হবে।

বিশ্ব ফুটবলের মহাতারকা এই মুহূর্তে কোচিং করাচ্ছেন মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব ডোরাডোস ডি সিনালোয়ায়। বড়দিন ও নববর্ষের ছুটি কাটিয়ে ফের কোচিংয়ের কাজে মেক্সিকো ফিরে যাওয়ার আগে, ম্যারাডোনা গিয়েছিলেন নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য। সেখানেই ডাক্তাররা তার শারীরিক ত্রুটি আবিষ্কার করেন। তার শরীরের অবস্থা এখন ঠিক কেমন, সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কিছু জানানো হয়নি। হাসপাতালের তরফ থেকেও সরকারি কোনও বিবৃতি জারি করা হয়নি।

তার স্বাস্থ্য নিয়ে এর আগেও বারবারই শঙ্কিত হয়েছেন ফুটবল অনুরাগীরা। গত বছর রাশিয়ায় বিশ্বকাপ চলাকালীন সময়েই করে অসুস্থ হয়ে পড়েছিলেন ম্যারাডোনা। ৫৮ বছর বয়সী ফুটবল ‘মায়েস্ত্রো’ ২০০৪ সালে বেশ কিছুদিনের জন্য হাসাপাতালে কাটান হৃদরোগজনিত কারণে। এখানেই শেষ নয়। এরপরেও অত্যাধিক ড্রাগ-সেবনের জন্য কিউবায় চিকিত্সা চলেছিল তার। সেটা ২০০৫ সাল। তার বছর দুয়েক পর বুয়েনস আইরেসের একটি ক্লিনিকে মদ্যপান জনিত কারণে শুশ্রুষা চলেছিল ২ বার।

পিবিএ/জিজি

 

 

আরও পড়ুন...