টানা বর্ষণ ও উজান থেকে আসা পানিতে নদী, নালা,খাল ও বিল কানায় কানায় ভরে গেছে। এমনি নালায় জমে থাকা হাটু পানিতে পলো দিয়ে মাছ ধরতে ব্যস্ত কয়েক জন কিশোর। ছবিটি জামালপুর জেলার মেলান্দহের বাগবাড়ী বিল থেকে তোলা। মঙ্গলবার, ১৬ জুলাই। ছবি : পিবিএ/ সাকিবুল ফারাবি