কাঁঠালের রাজ্য গাজীপুর কাপাশিয়া থেকে দেশের বিভিন্নস্থানে সরবরাহ করা হচ্ছে মধু মাসের ফল কাঁঠাল। ট্রলারে করে নারায়ণগঞ্জ চারার গোপ এলাকায় বিক্রির জন্য নামানো হচ্ছে কাঁঠাল। ছবিটি নারায়ণগঞ্জ চারার ঘাট এলাকা থেকে তোলা। বুধবার, ১৭ জুলাই। ছবি: পিবিএ/প্রীতম মাহমুদ