বাইক না পেয়ে নববধূকে তালাক

পিবিএ ডেস্ক: হিন্দু সমাজের রীতিনিতি অনুযায়ী মেয়ের বিয়েতে জামাইকে যৌতুক দিতে হয়। বিয়ের আগে ছেলেপক্ষ আর মেয়েপক্ষ মিলে ঠিক করে নেন বিয়েতে কী কী যৌতুক দিতে হবে। রীতি অনুযায়ী, বিয়েতে মেয়ের বাবা পাত্রপক্ষের সব চাহিদা পূরণ করলেও বাকি ছিল শুধু মোটরবাইকটা।আর তাতেই চটে গেলেন পাত্র। বিয়ের ২৪ ঘণ্টা না পেরোতেই নববধূকে তালাক দিলেন তিনি।ভারতের উত্তরপ্রদেশের বরাবাঙ্কিতে ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যৌতুক বাবদ পাত্রকে নতুন বাইক দিতে পারেনি পাত্রীর পরিবার। সেই কারণে বিয়ে করার ২৪ ঘণ্টার মধ্যে নববধূকে তিন তালাক দিলেন তিনি।

এর পর থানায় অভিযোগ করেন পাত্রীর বাবা। থানায় লিখিত অভিযোগে তিনি জানান, যৌতুকের তালিকা অনুযায়ী পাওনা সমস্তটাই মিটিয়েছেন। বাদ গেছে শুধু বাইকটা।

তিনি বলেন, একটু সামলে নিয়ে পরে বাইক কিনে দেবেন বলে পাত্রপক্ষকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু পাত্রের তাত মন গলেনি। তাই বিয়ের ২৪ ঘণ্টার মধ্যে মেয়েকে তিন তালাক দেন।

এদিকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পাত্রের সঙ্গে তার পরিবারের বিরুদ্ধেও পুলিশ মামলা করেছে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...