পিবিএ,শেরপুর: বগুড়ার শেরপুরের গুয়গাছি গ্রামে এক স্কুল ছাত্রীকে জবাই করে হত্যার চেষ্টার ঘটনায় গতকাল বুধবার দুপুরে পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে শাকিল (১৫) নামের এক বখাটে যুবককে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের কামরুল সেখের মেয়ে জয়লা গুয়াগাছি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী কামনা খাতুন লেখাপড়া শেষে করে রাতের খাবার খেয়ে তার ঘরে ঘুমাতে যায়।
এই সুযোগে দুর্বৃত্ত গত মঙ্গলবার রাত অনুমান ১ টার দিকে ওই ছাত্রীর ঘরে সিঁধ কেঁটে প্রবেশ করে ঘুমন্ত ছাত্রী কামানা খাতুনের বুকের উপর উঠে বসে। টের পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্ত তার গলায় ছুরি দিয়ে আঘাত করে। চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসতেই হত্যাকারি পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়,গুয়াগাছী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র পাশের জয়নগর গ্রামের আব্দুল মতিনের ছেলে শাকিল প্রায়ই তাকে উত্তক্ত করতো। খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার দুপুর ২টার দিকে জয়নগর গ্রাম থেকে শাকিলকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য শাকিল কে আটক করা হয়েছে।
পিবিএ/আবু বকর সিদ্দিক/বিএইচ