বৈজ্ঞানিক নাম তার Malabar Melastome, তবে সবাই একে দাঁতরাঙ্গা বলেও চেনে। এছাড়া অঞ্চলভেদে কেউ ডাকে লুটকি, ফুটকি, ফুটুকী, ফুটকলা, ফুটুল, বন তেজপাতা বলে। এটির রয়েছে ঔষধি গুনও। এন্টিভমিটিং এবং জোঁক এর কামড় থেকে রক্ত বন্ধ করতে এর ব্যবহার পরিলক্ষিত হয়। অযত্ন আর অবহেলার মাঝে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেড়ে উঠেছে দৃষ্টিনন্দন এই উদ্ভিদ আর চোখ জুড়ানো ফুল। বৃহস্পতিবার, ১৮ জুলাই। ছবি: পিবিএ/ মোঃ আহাদ মিয়া

আরও পড়ুন...