সুষ্ঠু ও স্বাভাবিকভাবে এগিয়ে চলছে বিমানের হজ্জ-ফ্লাইট কার্যক্রম

পিবিএ রিপোর্ট: ৪ জুলাই ২০১৯ হতে আজ পর্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ্জ ফ্লাইট কার্যক্রম। কোন ধরনের সংকট, জটিলতা ছাড়াই নির্বিঘ্নে সুষ্ঠুভাবে চলছে হজ্জ অপারেশনস-২০১৯।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ্জ অপারেশনস-২০১৯ এর কার্যক্রমের আওতায় আজ সকাল ০৬.০০ পর্যন্ত ৭১টি ডেডিকেটেড এবং ১৪টি শিডিউল ফ্লাইটসহ মোট ৮৫টি হজ্জ ফ্লাইটের মাধ্যমে বিমান এপর্যন্ত মোট ৩১, ২২১ জন হজ্জ-যাত্রী পরিবহন করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি সর্বাঙ্গ-সুন্দর হজ্জ কার্যক্রম পরিচালনায় দৃঢ় প্রতিজ্ঞ। ২০১৯ সালের হজ্জ কার্যক্রম সফল করে তুলতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে।

পিবিএ/জেআই

আরও পড়ুন...