ধামরাইয়ে কঙ্কাল উদ্ধারের ঘটনায় আটক-২

পিবিএ,ঢাকা: ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ২১দিন পর সায়েম (১৫) নামে এক কিশোরের কঙ্কাল উদ্ধারের ঘটনায় জড়িত আরো দুই ব্যক্তিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮জুলাই) দুপুরে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া মারপাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ ।আটকৃতরা হলো, ধামরাইয়ের গাঙ্গটিয়া মারাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে স্বপন (১৮) এবং একই এলাকার মজিবুর রহমানের ছেলে কাউছার(১৮)।

পুলিশ পিবিএ’কে জানায়, সায়েম নামে ওই কিশোর নিখোঁজের ঘটনায় গত ৪ জুলাই রাতে রবিন (১৭) নামে এক কিশোরকে আটক করা হয় ।পরে তার দেওয়া তথ্যে গত ৫ জুলাই সকালে উপজেলার গাঙ্গুটিয়া মরাপাড়া এলাকার এ্কটি মাঠ থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় নিখোঁজ সায়েমের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।এরপর রবিনকে আদালতে পাঠালে হত্যার দায়স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়।

এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা পিবিএ’কে বলেন,দুপুরে উপজেলার মারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আরও দুই জনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। প্রাথমিকভাবে মাদক সেবনকালে অভ্যন্তরীন কোন্দল থেকেই হত্যার ঘটনা ঘটেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ইকে/লোটন আচার্য্য/ইকে

আরও পড়ুন...