সুনামগঞ্জে ৫০০ গ্রাম গাজাঁসহ এক ব্যবসায়ী গ্রেফতার

পিবিএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাজাঁসহ এক গাজাঁ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মোঃ চানঁ মিয়া(৫৮)। সে জেলার জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের এস আই অনন্ত পাল ও এস আই মোঃ আশরাফ খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নোয়াগাঁও গ্রামের অভিযান চালিয়ে গাজাঁসহ তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের মিডিয়া উইয়িং এর এস আই মোঃ আমিনুল ইসলাম। এ ব্যাপারে ডিবি’র অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিবিএ/জাকির হোসেন রাজু/বিএইচ

আরও পড়ুন...