চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম: আটক ৪

পিবিএ ,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদরে ছাত্রলীগ কর্মী শোয়েব রিগানকে দুর্বৃত্তরা ধরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডের রাহেলে খাতুন গার্লস স্কুলের সামনে এ ঘটনা ঘটে। তার অবস্থার অবনতি হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই জেলা শহরের বিভিন্ন স্থান থেকে ৪ জনকে আটক করেছে। গুরুতর আহত শোয়েব রিগান চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার আজম আলির ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রিগান মাঝেরপাড়া থেকে মোটরসাইকেল যোগে ব্যাক্তিগত কাজের জন্য ফেরিঘাট সড়কে আসে। কাজ সেরে বাড়ি ফেরার সময় রাত ১২টার দিকে সশস্ত্র কয়েক জন দুর্বৃত্ত তার মোটরসাইকেলর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রিগানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। রিগানের সমস্ত শরীরে আঘাতের চিহৃ রয়েছে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।

পিবিএ/তৌহিদ তুহিন/বাখ

আরও পড়ুন...