গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বাঁশ-বেতের বেড়া ও ছনের ছাউনীর কুড়ে ঘর। কালের বিবর্তন ও আধুনিকতার সংস্পর্শে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যের ছন বাঁশের কুঁড়ে ঘরগুলো। ভান্ডারীগাঁও চাচার কুঁড়ে ঘরের চায়ের দোকান যেন তরুণদের চা চক্রের আড্ডাখানা। এখানে চা পান করা মানে গ্রাম বাংলার হারানো কুঁড়ে ঘরের সাথে পরিচিত হওয়া। ছবিটি শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও থেকে তোলা। শুক্রবার, ১৯ জুলাই। ছবি: পিবিএ/মোঃ আহাদ মিয়া