পিবিএ ডেস্ক: উত্তরপ্রদেশের উত্তপ্ত সোনভদ্রে যাওয়ার পথে শুক্রবার সকালে আটকানো হল প্রিয়াঙ্কা গান্ধীকে। তাঁকে আটক করে যোগী আদিত্যনাথের পুলিশ। সরকারি গাড়ি করে প্রিয়াঙ্কা ও অন্য কংগ্রেস কর্মীদের অন্যত্র নিয়ে যাওয়া হয়।
গত সপ্তাহে সোনভদ্রের একটি গ্রামে জমি নিয়ে গোলমালের জেরে গুলি চলায় মৃত্যু হয় ১০ জনের। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসী পৌঁছন প্রিয়াঙ্কা গান্ধী। সেখান থেকে সড়কপথে সোনভদ্রে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সোনভদ্রে কোনওরকম জমায়েত করা যাবে না, এই কথা বলে প্রিয়াঙ্কাকে আটকে দেয় পুলিশ। রাস্তার ওপরেই অন্য কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে বসে পড়েন তিনি।
বিজেপি সরকারের অপদার্থতার কারণেই উত্তরপ্রদেশে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত হয়েছে বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা। তাঁকে কোন আইনে আটকানো হল, সে প্রশ্নও করেছেন তিনি। গুজ্জর ও গোণ্ড সম্প্রদায়ের মধ্যে ৩৬ একরের একটি জমি নিয়ে গোলমালের জেরে উত্তপ্ত হয়ে ওঠে সোনভদ্র।
সূত্র: এনডিটিভি
পিবিএ/বাখ