রহমত উল্যাহ, পিবিএ, কোম্পানীগঞ্জ, (নোয়াখালী) : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(১৯ জুলাই) দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানার এএসআই আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ নিয়মিত মাদক বিরোধি অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, বসুরহাট পৌরসভা ৬নং ওয়ার্ডের রসুল আমিনের পুত্র মোঃ জসিম উদ্দিন(৪০), হাল বেপারী বাড়ির মৃত ইসমাইল হোসেনের পুত্র মোঃ মাহফুজ আলম(৫০), চরহাজারী ১ নং ওয়ার্ডের আকদ্দি চৌকিদার বাড়ীর বেলাল মিয়ার পুত্র জিল্লুর রহমান জিল্লু(২২) ও চরকাকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুর আলমের নতুন বাড়ী মোশাররফ হোসেনের পুত্র মোঃ সোহাগ(২০)।
কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জসিম, মাহফুজ ও জিল্লু কোম্পানীগঞ্জ ও দাগনভুঞা থানার একাধিক মাদক মামলার পলাতক আসামী এবং সোহাগকে স্থানীয় জনতা ইয়াবা সহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গ্রেফতারের কথা নিশ্চিত করে পিবিএ’কে জানান, “আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”