ডি ভিলিয়ার্স রুপ কথায় মিডলসেক্সের জয়?

 

পিবিএ,স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ দু’প্লেসির কাছে অনুরোধ করলেও ইংল্যান্ডের বিমানে ওঠা হয়নি এবির।

ইংল্যান্ডের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্ট-এর অভিষেক ম্যাচেই ঝড় তুলে এবি ডি ভিলিয়ার্স বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। বৃহস্পতিবার এসেক্সের বিরুদ্ধে মিডলসেক্সে-র হয়ে ৪৩ বলে ৮৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৫টি চার ও ছ’টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। এসেক্স বোলারদের মাঠের যত্রতত্র ছুড়ে ফেলেন এবি ডি ভিলিয়ার্স।

ডিভিলিয়ার্সের এই দুরন্ত ইনিংসের ফলে মিডলসেক্স তিন ওভার বাকি থাকতে খুব সহজেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয়। এসেক্সের করা ১৬৪ রান তাড়া করতে মিডলসেক্সের প্রথম দু’টি উইকেট চলে যায় মাত্র ৩৯ রানে। চার নম্বরে ব্যাট করতে নামেন এবিডি। তিনি এবং ডেভিড মালান ১০৫ রান জুড়ে মিডলসেক্স-কে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। মালান ৪৩ রানে ফিরে যান। ডিভিলিয়ার্স টিকে থেকে মিডলসেক্সের জয় নিশ্চিত করেন।

এসেক্সের ব্যাটসম্যানরা পার্টনারশিপ গড়তে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে। এক মাত্র রায়ান টেন দেশকার্ট ৭৪ রানের ইনিংস খেলায় এসেক্স ভদ্রস্থ রানে পৌঁছয়। জবাব দিতে নেমে এবি ডি ভিলিয়ার্সের ব্যাট কথা বলে। বিশ্বকাপ চলাকালীনই প্রশ্ন উঠেছিল, এবি যদি দলে থাকতেন, তা হলে কি এমন হতশ্রী ফলাফল হত দক্ষিণ আফ্রিকার? সেই সময়ে এবি ডি ভিলিয়ার্স কোনও মন্তব্য করেননি। বিশ্বকাপের পরে আগের মতোই মারমুখী ব্যাটিং করে এবি বুঝিয়ে দিলেন, তাঁর ব্যাট আগের মতোই কথা বলে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...