পিবিএ,ঢাকা: সাংবাদিক ডি.এম রেজা সোহাগকে প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ । সেই সাথে হুমকিদাতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় সংগঠনের পক্ষ থেকে । আজ শনিবার ( ২০ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিওজেএ’র কেন্দ্রীয় সভাপতি জাহিদ ইকবাল এবং সাধারণ সম্পাদক এম ইব্রাহীম সরকার এক যৌথ বিবৃতিতে বলেন , সাংবাদিকরা সমাজের বিবেক। আজ সাংবাদিক হত্যার হুমকি দেয়ার অর্থ হলো পুরো সমাজকে হুমকি দেয়া। অবিলম্বে সাংবাদিক ডি এম রেজাকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করতে হবে। সেই সাথে এমন দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে যাতে করে আর কেউ সাংবাদিকরে উপর হামলা ও প্রাণ নাশের হুমকি দেয়ার সাহস না করে। বিবৃতিতে সাংবাদিক ডি এম রেজাসহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
উল্লেখ্য। সাংবাদিক ডি,এম রেজা সোহাগ খুলনা থেকে প্রাকাশিত দৈনিক প্রবর্তন পত্রিকার বার্তা সম্পাদক ও খুলনা ক্রাইম রিপোটার্স এসোসিয়শনের সহ সভাপতি। জানা গেছে, নগরী গোয়ালখালি মোড় এলাকার নিজ বাড়ির দ্বিতীয় তলার দুটি কক্ষ মো. লাবিদ মোল্লা নামে এক ব্যাক্তিকে ভাড়া দেন। কিছুদিন পরে ভাড়া নিয়ে টালবাহানা ও বিভিন্ন সমস্যার কারনে তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি বাড়ি না ছেড়ে বিভিন্ন অজুহাত সৃষ্টি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ি ছাড়ার চূড়ান্ত নোটিশ দিলে ভাড়াটিয়ার সাথে সাংবাদিক সোহাগের কথাকাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১২টা দিকে ভাড়াটিয়া লাবিদ মোল্লার ভাই মো. তারেক ওরফে কালা তারেক ওই বাড়িতে এসে বাড়ি ছাড়তে অপরাগতা প্রকাশ করে। এ সময় তিনি বাড়ি ছাড়ার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন। বাড়াবাড়ি করলে তিন দিনের মধ্যে লাশ ফেলে দেবেন বলে হুমকি দেন। এ সময় বাড়িতে সাংবাদিক সোহাগের বৃদ্ধ বাবা-মা আতংকিত হয়ে পড়েন। পরে এ বিষয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়রী করেন তিনি। খালিশপুর থানার ওসি (তদন্ত) সাব্বিরুল আলম জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রী হয়েছে। তদন্ত করে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।
পিবিএ/বাখ