দেশ ছাড়ছেন মালিঙ্গা!

পিবিএ ডেস্ক: শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন শ্রীলঙ্কা জাতীয় দলে খেলা মালিঙ্গা অবসর নেয়ার পর স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করবেন।

২৬ জুলাই থেকে ঘরের মাঠে শুরু বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজটাই সম্ভবত লাসিথ মালিঙ্গার শেষ আন্তর্জাতিক প্রদর্শনী। এরপরের জীবনটা কী হবে, সেটা নাকি এরইমধ্যে ঠিকও করে ফেলেছেন লঙ্কান পেসার। দেশটির খ্যাতনামা দৈনিক দ্য আইল্যান্ড জানাচ্ছে, বাংলাদেশ সিরিজ শেষেই দেশ ছাড়বেন মালিঙ্গা। স্থায়ী হবেন অস্ট্রেলিয়ায়।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ২২ সদস্যের দলে নাম আছে মালিঙ্গার। বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়াতেই আছেন। দেশে ফিরবেন ২২ জুলাই।

শ্রীলঙ্কান বোর্ডের বরাতে আইল্যান্ড জানাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে অস্ট্রেলিয়ায় কোচিং ক্যারিয়ার শুরু করার ইচ্ছে আছে মালিঙ্গার। এরইমধ্যে দেশটির স্থায়ী নাগরিকত্বও পেয়ে গেছেন ৩৫ বছর বয়সী পেসার। কথা বলেছেন প্রধান নির্বাচক অশান্থা ডে মেলের সঙ্গে। জানিয়েছেন, পুরো পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থিতু হওয়ার ইচ্ছার বিষয়টি।

ক্রিকেট ক্যারিয়ার শেষে শ্রীলঙ্কান ক্রিকেটারদের অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো নতুন কিছু নয়। কয়েকজন ক্রিকেটার দেশটির ক্লাব, বিশ্ববিদ্যালয় ক্রিকেটের সঙ্গেও যুক্ত। শ্রীলঙ্কার বর্তমান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও অস্ট্রেলিয়ার নাগরিক।

পিবিএ/ইকে

আরও পড়ুন...