৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি’র বিভিন্ন হলে তালা

পিবিএ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ কলেজের অধিভুক্তি নিয়ে শিক্ষার্থীদের মাঝে চলছে চরম অস্থিরতা। ৭ কলেজের শিক্ষার্থীরা সময় মতো পরিক্ষা, গণহারে ফেলের প্রতিবাদসহ নানা দাবিতে আন্দোলন করে যাচ্ছে। এর মধ্যে ৭ কলেজের অধিভুক্তি দাতিলের দাবিতে রাস্তায় নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে আজ রোববার ঢাবির বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দিয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবন, প্রক্টর অফিস, কলা ভবন, এফবিএফ-সহ অন্যান্য ভবনে সকাল থেকেই তালা লাগিয়ে দেন তারা।
তালাবদ্ধ এসব ভবনের সামনে শিক্ষার্থীরা অধিভুক্তি বাতিলের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এছাড়া শিক্ষার্থীদের আরেকটি অংশ একই দাবিতে পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...