বিভিন্ন কাজে টি ব্যাগ লাগাতে পারেন, জেনে নিন

পিবিএ ডেস্কঃ চা বানানোর পর ব্যবহৃত টি ব্যাগ আমরা ফেলে দেই। ফেলে না দিয়ে বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন এই টি ব্যাগ। জেনে নিন কীভাবে।

ফ্রিজের ভেতরে দুর্গন্ধ? এক কোণে টি ব্যাগ রেখে দিন। জুতা পরে থাকতে থাকতে অনেক সময় ঘেমে পায়ে দুর্গন্ধ হয়ে যায়।জুতার দুর্গন্ধ দূর করতে টি ব্যাগ শুকিয়ে জুতার মধ্যে রেখে দিন। একটি বালতিতে গরম পানি নিয়ে কয়েকটি ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর পানি কুসুম গরম থাকা অবস্থায় পা ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর পা ঘষে পরিষ্কার করে নিন।

ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের উপর দিয়ে রাখুন। চোখের ফোলা ভাব ও ডার্ক সার্কেল দূর হবে। হাত থেকে কাঁচা মাছ বা পেঁয়াজের তীব্র গন্ধ দূর করতে টি ব্যাগ ঘষে নিন। গোসলের পানিতে টি ব্যাগ ভিজিয়ে রাখুন। ত্বকের বলিরেখা দূর হবে।বাথরুমের আয়না ঝকঝকে করতে টি ব্যাগ দিয়ে পরিষ্কার করে নিন। টি ব্যাগ শুকিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...