বন্যা দুর্গতদের পুনর্বাসন সহায়তা করা হবে: জাহাঙ্গীর কবির নানক

পিবিএ, কুড়িগ্রাম : বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘বন্যা দূর্গত এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সরকার একযোগে কাজ করে যাচ্ছে। এ সংকট মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৬টি টিম বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালাচ্ছে। বন্যার পানি নেমে গেলে যারা গৃহহীণ আছে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার দুপুরে চিলমারী এলএসডি চত্ত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত ত্রাণ সহায়তা অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বন্যায় যারা মৃতবরণ করেছেন তাদের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে। পরবর্তিতে আরও করার জন্য বার্তা দেয়া হয়েছে। পরে চিলমারী এলএসডি চত্ত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার বন্যা দুর্গত ১ হাজার মানুষের মাঝে ত্রাণ সহায়তা করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম প্রমূখ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...