পিবিএ ডেস্কঃ অবশেষে প্রতিক্ষার অবসান৷ চাঁদের উদ্দেশে পাড়ি দিল ভারতের চন্দ্রায়ন-২। সফল উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযানের।
দুপুর ২টো ৪৩ মিনিটে চন্দ্রযান-২ পাড়ি দিলে চাঁদের পথে। ভারতের দ্বিতীয় চন্দ্রযানকে নিয়ে চাঁদে উড়ে যাচ্ছে বাহুবলী। জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল মার্ক ৩ রকেটে চড়ে চাঁদের পথে পাড়ি জমালো চন্দ্রযান? রবিবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট থেকেই লঞ্চের কাউন্টডাউন শুরু করে দিয়েছিল ইসরো৷
চলতি মাসের ১৫ তারিখ উৎক্ষেপণের কথা ছিল চন্দ্রযানের। উৎক্ষেপণের ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে যান্ত্রিক ত্রুটি ধরা পরে রকেটে। রকেটের একটি ভাল্ব থেকে লিক হচ্ছিল হিলিয়াম গ্যাস। ঝুঁকি নিতে চাননি বিজ্ঞানীরা। তাই উৎক্ষেপণ বাতিল করা হয়।
এর পর যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয় যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ। ওভারটাইম কাজ করে ত্রুটি সারিয়ে তোলেন ইসরোর বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা। শনিবার মহড়াও সম্পূর্ণ করে ইসরো। উত্ক্ষেপণের জন্য প্রস্তুত চন্দ্রযান, জানায় ইসরো৷
চন্দ্রায়ন-২- এর তিনটি মডিউল রয়েছে- অরবিটার, ল্যান্ডার ও রোভার। ভিতরে থাকবে রোভার। অরবিটার, ল্যান্ডার থাকবে একসঙ্গে। ল্যান্ডারটি চাঁদের মাটিতে অবতরণের পর খুলে যাবে দরজা। তখন ল্যান্ডারের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার।
রোভারটি আসলে একটি গাড়ি। যা পৃথিবী থেকে রিমোট কন্ট্রোলে চালানো যায়। ওই গাড়ি চাঁদের মাটিতে চালিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন বিজ্ঞানীরা। ল্যান্ডারটির নাম দেওয়া হয়েছে ‘বিক্রম’। রোভারটির নাম দেওয়া হয়েছে ‘প্রজ্ঞান’।
গত কয়েক বছরে মহাকাশ গবেষণায় নজির তৈরি করেছে ভারত। চন্দ্রযান – ১-এর সফল অভিযানের পর বিশ্বের প্রথম দেশ হিসাবে প্রথম চেষ্টায় মঙ্গলের কক্ষে যান পাঠায় ভারত। এবার আরও এক ইতিহাসের দোরগড়ায় ভারত।
পিবিএ/ইকে