ফিলিস্তিনিদের বাড়ি গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল

পিবিএ ডেস্ক: বিশ্বব্যাপী নিন্দার মধ্যেও জেরুজালেমের উপকণ্ঠে ফিলিস্তিনিদের একটি গ্রামে কিছু বাড়ি গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল৷ নিরাপত্তার কারণ দেখিয়ে এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে ইহুদি রাষ্ট্রটি৷ নিরাপত্তার কারণ দেখিয়ে সোমবার ভোরে সুর বাহের এলাকার বুলডোজার দিয়ে বাড়িগুলো ভাঙা শুরু করে ইসরায়েল৷ এ সময় সেখানে সেনাসদস্যের উপস্থিতিও দেখা গেছে৷

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত সুর বাহের গ্রাম৷ ফিলিস্তিন ও জেরুজালেমের সীমান্ত রেখার খুব কাছাকাছটি ভবনগুলো নির্মাণ করা হয়েছে বলে দাবি করে আসছে ইসরায়েল৷

গত কয়েক বছর ধরে আইনি লড়াই চলার পর জুনে বাড়িগুলো ভাঙার পক্ষে রায় দেয় ইসরায়েলের সুপ্রিম কোর্ট৷ আদালত বলেছে, ভবন নির্মাণের নিষেধাজ্ঞা ভঙ্গ করে গড়ে তোলা হয়েছে এসব ভবন৷

ফিলিস্তিনিরা বলছে, নিরাপত্তার অজুহাতে তাদেরকে শহর থেকে দূরে সরানো, ওই এলাকা দখল এবং নতুন ইসরায়েলি বসতির দিকে রাস্তা তৈরির জন্য এই অভিযান চালানো হচ্ছে৷ ভোরের আলো ফোটার আগেই বেশ কিছু ভবন গুড়িয়ে দেওয়া হয়৷ এর বাইরে আরো কিছু ভবনে তল্লাশির কাজ শেষ করে সেনা সদস্যরা৷

‘‘রাত দু’টা থেকে তারা লোকজনকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া শুরু করে এবং যেসব বাড়ি ধ্বংস করতে চায়, সেগুলোতে বিস্ফোরক বসায়,” বলেছেন স্থানীয় নেতা হামাদা হামাদা৷

১৯৬৭ সালের ‘ছয়দিনের যুদ্ধে’ পশ্চিম তীর ও পূর্ব ফিলিস্তিনিদের একটি অংশের জায়গা দখল করে নেয় ইসরারেয়ল৷ ২০০০ সালের দিকে জেরুজালেমের ইসরায়েলি ও ফিলিস্তিনি বসতির মধ্যে প্রাচীর তুলে দেয় ইসরায়েল৷

এদিকে, ভবন ভাঙার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এটা ‘‘দু’রাষ্ট্র সমাধানের পথ এবং দীর্ঘ মেয়াদি শান্তির আশাবাদকে দুর্বল করছে৷”

পিবিএ/বাখ

আরও পড়ুন...