পিবিএ,ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৬ জানুয়ারি) সূচক বেড়ে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম। এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৬ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ১৬৩ পয়েন্ট।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই: এদিন ডিএসইতে লেনদেন শুরুর প্রথম থেকে সূচক বাড়তে থাকে। লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক ধীরে ধীরে কমতে থাকে। বেলা পৌনে ১১টার দিকে সূচক আগের দিনের কাছাকাছি চলে আসে। কিন্তু এরপর থেকে সূচক আবারও বাড়তে থাকে। তবে লেনদেন শেষে সূচক আগের দিনের চেয়ে ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬৮৭ পয়েন্টে।
অন্যদিকে ডিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৭৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৫টির, কমেছে ৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।
বৃহস্পতিবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- বিবিএস কেবল, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, ভিএফএস থ্রেড ডায়িং, ব্র্যাক ব্যাংক, ড্রাগন সোয়েটার, খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইনটেক অনলাইন এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
সিএসই: অপরদিকে লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৬৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৩১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৭০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৩২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৮৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি এক লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- সিএনএ টেক্সটাইল, সামানতা লেদার, সিভিও পেট্রোকেমিক্যাল, অ্যাপোলো ইস্পাত, বেক্স সিনথ, প্রিমিয়ার সিমেন্ট, সোনার বাংলা ইন্সুরেন্স, তুং হাই নিটিং, ইনফরমেশন সার্ভিস এবং মিথুন নিটিং।
পিবিএ/ইএইচকে