পিবিএ,নওগাঁঃ নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার (২২ জুলাই) দিবাগত রাতে উপজেলার গগনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- শ্রীপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মো. আতাউল্লাহ উরফে লিটন (৩১) ও নজিপুর কলোনীপাড়া গ্রামের মজিবর মুন্সির ছেলে মো.সাগর মুন্সি (৩৫)।
পত্নীতলা থানার এসআই সমেছ আলী বলেন, র্দীঘদিন থেকে তারা মাদক বিকি-কিনি করছিলো এমন তথ্য ছিলো পুলিশের কাছে। গোপন সংবাদের ভিত্তিতে এই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে মাদক বিক্রির উদ্দ্যেশে এলাকায় নিয়ে আসতো বলে স্বীকার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
পিবিএ/এসএস/এমআর