সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আজও ঢাবিতে আন্দোলন

ফাইল ফটো

পিবিএ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার(২৩ জুলাই) সকাল থেকেই সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি মেনে নেয়া না পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে নির্ধারিত পরীক্ষা থাকলেও ভবনে তালা লাগানো থাকায় বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।আন্দোলনকারীরা বিভিন্ন ভবনের সামনে অবস্থান নিয়েছেন। স্মৃতি চিরন্তন চত্বরে সমাবেশ করার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর একেএম গোলাম রব্বানী জানিয়েছেন, উপাচার্য চীন সফর শেষে মঙ্গলবার দেশে আসার কথা রয়েছে। তিনি আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
পিবিএ/বাখ

আরও পড়ুন...