৪৮ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইসেন্স বাতিল

পিবিএ ডেস্কঃ নবায়নের আবেদন না করায় ৪৮টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইসন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এরমধ্যে ২৫টি ন্যাশনওয়াইড এবং ২৩টি সেন্ট্রল জোট আইএসপি প্রতিষ্ঠান রয়েছে। লাইসেন্স বাতিল করা এসব আইএসপির সব ধরনের কার্যক্রমকে অবৈধ ঘোষণাও করেছে বিটিআরসি। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো যদি অবৈধ কার্যক্রম করে তবে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী ব্যবস্থা নেবার কথা জানিয়েছে বিটিআরসি। সোমবার বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাতিল হওয়া ন্যাশনওয়াইড প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ইনোভেটিভ অনলাইন লিমিটেড, এশিয়া ইনফোসিস লিমিটেড, এম/এস আইডিএস বাংলাদেশ, আইএস প্রোস লিমিটেড, পলিট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড, আইডিয়া নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড, নিউ জেনারেশন গ্রাফিক লিমিটেড, জিনিয়াল ব্রডব্যান্ড লিমিটেড, ইসিনেট লিমিটেড, এক্স-লিঙ্ক লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, নেটজেন নেটওয়ার্ক লিমিটেড, স্কয়ার ইনফোসিস্টেম লিমিটেড, ইনকমআইটি সলুশ্যন, অ্যাপল কমিউনিকেশন লিমিটেড, প্রিসমা ডিজিটাল নেটওয়ার্ক লিমিটেড, এম/এস মহসিন খান ব্রিক ফিল্ড, অ্যাঞ্জেল ড্রপস লিমিটেড, ইয়ারটেল সার্ভিস, ডেলটা সফটওয়্যার অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড, ম্যাংগো টেলিসার্ভিস লিমিটেড, আরগো ভেঞ্চার প্রাইভেট লিমিটেড, আফতাব আইটি লিমিটেড এবং প্রিতী ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড।

অপরদিকে সেন্ট্রাল জোন আইএসপি প্রতিষ্ঠানের মধ্যে সৌরব আইটি লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল কোম্পানি,ক্যাবল ইন্টারটেইনমেন্ট, রাফিন স্যাটেলাইট, মেসার্স প্রদেশটা লিমিটেড, মেসার্স জেএফ অপটিক্যাল সার্ভিস, মেসার্স রেডিসন টেকনোলজিস, মিরাক কোম্পানি লিমিটেড, জি৪ কমিউনিকেশন লিমিটেড, নৈরথ অনলাইন লিমিটেড, আইকম বাংলাদেশ লিমিটেড, টাইগার টেলিকমিউনিকেশন কোম্পানি, ম্যাক ইন্টারন্যাশনাল লিমিটেড, অরেঞ্জ টেলিকম বিডি, আলভি এন্টারপ্রাইজ, আইটি কানেক্ট লিমিটেড, মোসার্স ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্যাকচার ফর আইটি অ্যাপলিকেশনস, ঢাকা ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড, গ্লোবাল টেকনোলজি লিমিটেড, মেসার্স লিংক লিমিটেড, মেসার্স লাইভ নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম, মোসার্স মিডিয়া অ্যান্ড মাল্টিমিডিয়া ও টেকনো এশিয়া ইনফোটেক।

কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের পাশাপাশি আগামী এক মাসের মধ্যে কমিশনের সব ধরনের পাওনা মিটিয়ে দেয়ারও নির্দেশ দিয়েছে বিটিআরসি। এর মধ্যে পাওনা পরিশোধে ব্যর্থ হলে আইএসপি অপারেটরদের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এবং পাবলিক ডিমান্ড রিকোভারি অ্যাক্ট ১৯১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাসহ মামলা দায়ের করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...