পিবিএ,রাবি: দেশব্যাপী ক্রমবর্ধমান নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পথনাটক ‘বিচার দাবি’ প্রদর্শিত হয়েছে। রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজন মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসের তিনটি স্থানে এ নাটক প্রদর্শিত হয়।
নাটকের দৃশ্যে দেখানো হয়, চেয়ারম্যানের ছেলে একটি মেয়ের সম্ভ্রম কেড়ে নেয়। মেয়েটি হুঁশ ফিরে পাওয়ার পর বাড়িতে গিয়ে মাকে ঘটনাটি খুলে বলে। মা বিচারের জন্য যান চেয়ারম্যানের কাছে। কিন্তু অপরাধী সন্তানের বিচার না করে তার দোষ লুকানোর তদবির শুরু করেন। একসময় সফল হন তিনি। কিন্তু মেয়েটি বিচার না পেয়ে উল্টো মানুষের কাছ লাঞ্ছিত হতে থাকেন। এক সময় আত্মহত্যার পথ বেছে নেয় সে।
বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে নাটকটির প্রথম প্রদর্শনী, ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের সামনে দ্বিতীয় এবং ক্যাম্পাসের পরিবহন মার্কেটের আমতলায় তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটিতে অভিনয় করেছেন বাপ্পী কুমার, মামুন, আজম, নবনিতা, শহীদ, ঋতু, আদি, নবাব প্রমুখ। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
সংগঠনের সভাপতি মণ্ডলির সদস্য আজম হোসেন এর সভাপতিত্বে প্রদর্শনীর পাশাপাশি ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তমালিকা বিশ্বাস সালনায় নাটকটির নিদের্শক বাপ্পী কুমার বলেন, এই শৈল্পিক প্রতিবাদের মাধ্যমে ক্ষমতার কারণে সাধারণ মানুষেরা যে আজ নিরুপায় সেই চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুখন সরকার, সাবেক সাংস্কৃতিক কর্মী নৃপেন হাজরা বক্তব্য দেন।
পিবিএ/আকরাম হোসাইন/ ইকে