কোন বাধাই মানে না কৈশরের দুরন্তপনা। যেখানে গতকয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে নদী-নালা, খাল-বল, ফসলের মাঠ বাড়িঘর তোলিয়ে গেছে । শত কষ্টের মাঝে বেঁচে থাকার লড়াই করছে মানুষে সেখানে ঐ তোলিয়ে যাওয়া ফসলের মাঠে দৌড়াদৌড়ি, সাঁতার কাটা ও ভেলা নিয়ে খেলা করতে ব্যস্ত কিশোর কিশোরীরা। ছবিটি বুধবার সকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাড়াকান্দি গ্রাম থেকে তোলা। বুধবার, ২৪ জুলাই। ছবি: পিবিএ

আরও পড়ুন...