পিবিএ, পিরোজপুর: মাদক মামলাসহ ১৫ মামলার আসামী ইকবাল মল্লিককে দশ বছর সশ্রম কারাদণ্ড একই সাথে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের করাদণ্ড দিয়েছে পিরোজপুর আদালত। বুধবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক আসামীর অনুপস্থিতিতে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত ইকবাল মল্লিক ভান্ডারিয়া থানার লক্ষীপুরা গ্রামের মৃত রুস্তুম মল্লিকের ছেলে।
মামলা সূত্রে জানাযায়, ২০১০ সালের ৭অক্টোবর ভোর রাতে তৎকালীন ভাণ্ডারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন থানার পনেরটি (১৫) মামলার আসামী মোঃ ইকবাল মল্লিককে তিন’শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।
মামলাটি দীর্ঘদিন পর্যচলা শেষে বিজ্ঞ আদালত বুধবার এ রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম এবং আসামী পক্ষে ছিলেন এ্যাড.আহসানুল কবীর বাদল।
ইকে/দিবাকর দত্ত পুলিন/ ইকে