চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে একমঞ্চে শাকিব-রুবেল-জায়েদ

পিবিএ,ঢাকা: দেশিয় চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে প্রযোজকদের প্রতি আহ্বান জানিয়েছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।

সোমবার (২২ জুলাই) রাতে হাজির হয়েছিলেন ঢাকা ক্লাবে প্রযোজক সমিতির নির্বাচনী পরিচিতি সভায়। সেখানে দেখা যায়, চলচ্চিত্র শিল্পকে বাঁচানোর স্বার্থে একই মঞ্চে উঠে এলেন তিন নায়ক শাকিব খান, জায়েদ খান ও রুবেল।

জায়েদ খানের সাথে শাকিবের দুরত্ব দীর্ঘদিনের। বলা যায়, বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতিকেই এড়িয়ে চলেন শাকিব। শাকিবের শক্ত সমালোচক রুবেল। তিনিও এদিন শাকিবের পাশে দাঁড়ান। সকলেই প্রযোজক সমিতির প্যানেল পরিচিতি সভায় বলেন, বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করে যেতে চান। এখন সময়ই বলে দিবে বাকিটা।

দীর্ঘ ৮ বছর পর নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার সাধারণ ও সহযোগী সদস্য মিলে মোট ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তাদের বিপরীতে ভোটার আছেন ১৯০ জন। সাধারণ সদস্য পদে প্রার্থীর সংখ্যা ৪৩ জন। সহযোগী সদস্য পদের প্রার্থী সংখ্যা ৯ জন।

প্রযোজক সমিতি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী দুই ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচন। প্রথম ধাপের ভোটে ১৯ জন প্রার্থী নির্বাচন করবেন ভোটাররা। দ্বিতীয় ধাপে নির্বাচিত ১৯ জনের মধ্য থেকে নির্বাচিত হবে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদের প্রার্থী।

এবার নির্বাচনে ১৯০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এরমধ্যে রয়েছেন আবার দুই ধরনের ভোটার। ১৪০ জন সাধারণ ভোটার, আর ৫০ জন সহযোগী ভোটার।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণায়লয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল। তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মো. জালাল উদ্দিন ও সহকারি প্রোগ্রামার মো. খাদেমুল ইসলাম।

পিবিএ/ইকে

আরও পড়ুন...