তাঁতীবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

খুন
প্রতীকী ছবি।

পিবিএ,ঢাকা: রাজধানীর বংশালের তাঁতীবাজার মোড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শুভ নামে এক যুবক নিহত হয়েছেন। শুভ তাঁতীবাজারের একটি রেক্সিনের দোকানের কর্মচারী ছিলেন। বুধবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর থানার বশিকপুর গ্রামে। তিনি ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। ৯৫/৯৫ সিদ্দিক বাজার বংশালে ভাড়া বাসায় থাকতেন তিনি। রেক্সিনের দোকান মালিক আব্দুল করিম জুয়েল জানান, দোকানের রেক্সিন নিয়ে এলাহি ট্রান্সপোর্টে বুকিং দিয়ে ফেরার পথে তাঁতীবাজার মোড়ে কয়েকজন ছিনতাইকারী তার মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য টানাটানি করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক এএসআই আব্দুল খান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...