ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নুয়ান কুলাসেকারা

পিবিএ স্পোর্টস ডেস্ক: মালিঙ্গার আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন নুয়ান কুলাসেকারা। ২৪ জুলাই, বুধবার হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। মালিঙ্গা অবশ্য বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন। কিন্তু কুলাসেকারা সেই সুযোগ পাচ্ছেন না। তবে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী হারিন ফারনান্ডো জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি কুলাসেকারাকে উৎসর্গ করা হবে।

বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলার জন্য বোর্ডের কাছে অনুরোধ করেছিলেন কুলাসেকারা। তবে জাতীয় দল ছাড়াও দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকায় ডানহাতি এই পেসারকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। তাই কোনো বিদায়ী ম্যাচ খেলার সুযোগ নেই ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের সামনে।

২০১৭ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গেছে কুলাসেকারাকে। ২০১৭ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ওয়ানডে জাতীয় দলের জার্সিতে কুলাসেকারার সর্বশেষ ম্যাচ। এমনকি গেল বছরের মার্চ থেকে বড় পর্যায়ে কোনো ধরনের ক্রিকেটও খেলেননি তিনি। এবারের বিশ্বকাপ দলেও জায়গা হয়নি অভিজ্ঞ এই লঙ্কান পেসারের।

২০০৩ সালে মাত্র ২১ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কুলাসেকারার। দুই বছরের মাথায় ২০০৫ সালে টেস্টেও অভিষেক হয়। ২১ টেস্টে তার নামের পাশে রয়েছে ৪৮ উইকেট।

টেস্টে সেভাবে সুবিধা করতে না পারলেও সুইং বলের কারিশমায় ওয়ানডেতে র‌্যাঙ্কিং সেরা বোলার হয়েছেন কুলাসেকারা। ১৮৪ ওয়ানডেতে ৪.৯০ ইকোনমিতে নিয়েছেন ১৯৯ উইকেট। ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি। এ ছাড়া ৫৮ টি-টোয়েন্টিতে ডানহাতি এই পেসারের শিকার ৬৬ উইকেট।

পিবিএ/বাখ

আরও পড়ুন...