কুড়িগ্রামে নতুন করে পানি বৃদ্ধি: দুর্ভোগে সাড়ে ৯ লাখ মানুষ

পিবিএ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে বন্যার পানি কমতে না কমতেই আবারো নতুন করে বাড়তে শুরু করেছে ব্রহ্মপূত্র ও ধরলা নদীর পানি। বৃহম্পতিবার সকালে ধরলা নদীর পানি ব্রীজ পয়েন্টে ১২ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫০ সে.মি এবং ব্রহ্মপূত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৯ সে.মি বৃদ্ধি পেয়ে ২৯ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি টানা বৃষ্টির ফলে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর শুকনো খাবারসহ গো-খাদ্যের তীব্র সংকট। টানা দু’সপ্তাহের বন্যায় জেলার ৯টি উপজেলার ৯ লাখ ৫৮ হাজার ৩২৮জন মানুষ পানিবন্দী রয়েছে। প্রায় ২০ হাজার হেক্টর ফসলী জমিন পানিতে ডুবে নষ্ট হবার যোগার। জেলা প্রশাসন থেকে ত্রাণ কার্যক্রম শুরু করা হলেও সেভাবে মাঠে নামেনি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। ফলে প্রত্যন্ত এলাকায় এখনো পৌঁছেনি ত্রাণ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...