পিবিএ ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারি কর্মচারীদের বহনকারী বাসেসহ তিনটি বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে খনি ও পেট্রলিয়াম মন্ত্রণালয়ের কর্মচারীদের বহনকারী বাসে প্রথম হামলাটিতে পাঁচ জন নিহত ও ১০ জন আহত হন, এর কয়েক মিনিট পর কাছেই দ্বিতীয় আরেকটি বিস্ফোরণে সাত জন নিহত ও ২০ জন আহত হন; দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“প্রথমে মিনিবাসটিতে লাগিয়ে দেওয়া একটি চুম্বক বোমা বিস্ফোরিত হয়, এ বিস্ফোরণের পর কাছেই এক আত্মঘাতী আরেকটি বোমা বিস্ফোরণ ঘটায়। নগরীর পূর্বাংশে অজ্ঞাত জঙ্গিরা আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়,” বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি।
তিন বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস্ অব স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল যোশেফ ডানফোর্ড কাবুলে শীর্ষ মার্কিন ও নেটো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় এসব হামলা চালানো হয়।
কোনো জঙ্গি গোষ্ঠী তিনটি বিস্ফোরণের কোনোটির দায় স্বীকার করেনি।এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের পর মিনিবাসটিতে আগুন ধরে যায় এবং তিনি বেশ কয়েকজন আহতসহ কয়েকটি মৃতদেহ দেখেছেন।
গাড়ির নিচে বোমা পেতে রাখা কাবুলে চালানো হামলাগুলোর একটি পরিচিত ধরন। শহরটিতে সরকারি কর্মচারীদের বহনকারী যানে প্রায়ই এ ধরনের বোমা পেতে হামলা চালানো হয়।
পিবিএ/বাখ