পিবিএ,ডেস্ক: স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িতরা ধরা পড়ার আশঙ্কায় অনেক সময় তা খেয়ে ফেলেন। কিন্তু স্বর্ণ চোরাচালানি না হয়েও গহনা আর মুদ্রায় পাকস্থলী ভর্তি করে ফেলেন ভারতের ২৬ বছর বয়সী এক নারী। ওই নারীর পেটে দেড় কেজি গহনা ও ৯০টি ধাতব মুদ্রা পাওয়া গেছে।
ওই তরুণীর পেটের পাকস্থলী থেকে একে একে বেরিয়ে এলো বিভিন্ন ধরনের মুদ্রা ও গয়না। এছাড়া অন্যান্য জিনিসপত্রও রয়েছে। এগুলোর মোট ওজন দাঁড়িয়েছে এক কেজি ৬৮০ গ্রাম।
এই আজব ঘটনাটি ভারতের বীরভূমে ঘটেছে। সেখানকার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার এ অপারেশন করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, এ তরুণী এক সপ্তাহ আগে পেটে ভীষণ ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি সাত মাস ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর আজই অপারেশন করা হয়েছে। তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
তারা আরো বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর তার কিছু মানসিক সমস্যাও ধরা পড়েছে। খুব শিগগিরই তার মানসিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।
সূত্র- এবিপি নিউজ নেটওয়ার্ক ডটকম
পিবিএ/ইকে