প্রবল বর্ষণে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে কিংবা বন্যার পানির সাথে বয়ে আসা কয়লা, পাথর কুড়িয়ে সীমান্তে কয়েক হাজার হতদরিদ্র সুবিধাবঞ্চিত নারী পুরুষ কিশোর কিশোরী জীবিকা নির্বাহ করে। রোদ, বৃষ্টি ও বজ্রপাত উপেক্ষা করে বাংলা কয়লা বা মরা পাথর কুড়িয়ে তা বিক্রিতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। আবার সীমান্ত এলাকা হওয়ায়, স্থানীয় একটি চক্রকে চাঁদা দিয়ে তাদের এ কাজ চালাতে হয়। ছবিটি সুনামগঞ্জ তাহিরপুরের সীমান্তের চারাগাঁও ছড়া এলাকা থেকে তোলা। ছবি: পিবিএ/ শিহাব সরোয়ার শিপু