পিবিএ,হিলি: হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২০পিচ ইয়াবাসহ ওসমান গণি নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার হরিহরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন জানান,মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরিফুল আলীহাট ইউনিয়নের হরিহরপুর এলাকায় ওতপেতে থাকে।
এসময় আটক ওসমান গণি একটি ভ্যানে করে ডুগডুগী বাজার যাবার পথে তাকে আটকিয়ে শরীর তল্লাশী করতে চাইলে সে ভ্যান থেকে নামিয়ে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে।এসময় এসআই শরিফুল তাকে দৌড় দিয়ে আটক করতে সক্ষম হয়।এসময় আটককৃত ব্যক্তির কাছে একটি প্যাকেটে বিশেষ কায়দায় রাখা ১২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।আটককৃত যুবকের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদক মামলার প্রস্তুতি চলছে। আটককৃত যুবক ওসমান গণি হলেন ঘোড়াঘাট উপজেলার ছোট দেওগ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পিবিএ/সোহেল রানা/বিএইচ