সুবর্ণচরে গণধর্ষণ; আরো দুই আসামী গ্রেফতার

পিবিএ,ঢাকা: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য ব্যাগ্যা গ্রামে ৩০ ডিসেম্বর ধানের র্শীষ মার্কাায় ভোট দেওয়ার ঘটনায় স্বামী-সন্তানদের বেঁধে রেখে ৪সন্তানের জননী গৃহবধূকে গণধর্ষণের ঘটনার অভিযুক্ত আরো দুই আসামী মুরাদ (৩০) ইব্রাহিম খলিল প্রকাশ বেচু (৪০)কে সেনবাগ থেকে গ্রেফতার করেছে নোয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে নোয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবি’র) এসআই জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের নুরুল আমিনের (এম.পি.ডি) ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে সুবর্নচরের মধ্যবাগ্যা গ্রামের মোঃ রফিকের ছেলে মুরাদ তাকে গ্রেফতার করে। এরআগে গত ৩জানুয়ারী অপর এক অভিযান চালিয়ে অভিযুক্ত অপর আসামী ইব্রাহিম খলিল প্রকাশ বেচু, একই উপজেলার আরিফের ব্রিকফিল্ড থেকে গ্রেফতার করা হয়।

এইনিয়ে শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত পুলিশ আলাদা অভিযান চালিয়ে ধর্ষণ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করল। এই পর্যন্ত সর্বমোট ১০ গ্রেফতার হলো। গ্রেফতার হওয়া অপর দুই হচ্ছেঃ মধ্য বাগ্যা গ্রামের টোকাইয়ের ছেলে সালাউদ্দিন ও একই গ্রামের সেরু মিয়ার ছেলে আবুল
এরেই মধ্যে মামলার এজাহারভুক্ত ৭ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পাশাপাশি মামলাটি জেলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে। গত ৩০ডিসেম্বর গভীর রাতে সুবর্ণচর উপজেলার চরজুবিলী মধ্য ব্যাগ্যা গ্রামে পুলিশ পরিচয়ে ঘরের ভেতরে ঢোকে স্বামী সিএনজি-চালিত অটোরিকশার ড্রাইভার সিরাজ উদ্দিনকে মারধর ও তার সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রেখে ঘরের বাইরে নিয়ে এক গৃহবধ‚কে পালাক্রমে ধর্ষণ ও হত্যা চেষ্টা করে। ওই নারীর স্বামী ও সন্তানের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন। পরে এই ঘটনায় ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

পিবিএ/এমআই

আরও পড়ুন...