গ্রামাঞ্চলে চাইয়ের (স্থানীয় ভাষায় বোরং) সাহায্যে নদী, নালা, খাল, বিলে নানা প্রজাতির দেশীয় মাছ ধরা যায় খুব সহজেই। বর্ষা মৌসুমে এই চাই’র চাহিদা থাকে অনেক বেশি। বাঁশের তৈরি চাই হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে এক বিক্রেতা। ছবিটি শেরপুর শ্রীবর্দী উপজেলার গড়জরিপাড় ইউনিয়ন পরিষদের সড়ক থেকে তোলা। শনিবার, ২৭ জুলাই। ছবি: পিবিএ