ডেঙ্গুতে এবার ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

পিবিএ,ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। ফিরোজ কবির নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান বলে জানা গেছে। ফিরোজ কবির বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন।

ফিরোজের ঘনিষ্ঠ বন্ধু তরিকুল ইসলাম জানান, ফিরোজ গত এক সপ্তাহ যাবৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলের আইসিউতে ভর্তি ছিল। গতকাল সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালে। পরে আজ আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে সে মৃত্যুবরণ করে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...